ক্রিকেট
বোলিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ
সিডনি, ২৭ অক্টোবর – সিডনিতেও বৃষ্টি হয়েছে। তবে টসে বিলম্ব হয়নি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস হেরেছেন। শুরুতে বোলিং করবে তার দল।
বৃষ্টির পরে মাঠ পরিচর্যা শেষ হয়েছে। ম্যাচে শুরুতে তাই বিলম্ব হবে না। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, আবার ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। পুরো ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা কম। তবে সংক্ষিপ্ত সংস্করণ বৃষ্টিতে আরও সংক্ষিপ্ত হয়ে আসতে পারে।
সিডনির এই ম্যাচে কন্ডিশন বিবেচনা করে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির রাব্বিকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে মেহেদি মিরাজকে।
সূত্র: সমকাল
আইএ/ ২৭ অক্টোবর ২০২২