ইরানের মাজারে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১৫
তেহরান, ২৭ অক্টোবর – ইরানে শিয়াদের পবিত্র স্থান শাহ চেরাগ মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দেশটির সিরাজ প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
আলজাজিরা জানিয়েছে, ওই মাজারে তিনজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হন। এ ঘটনায় দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হলেও অপর একজন পলাতক। হামলাকারীরা ইরানি নাগরিক নয় বলে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে। তবে কারা হামলা করেছে, তা স্পষ্ট এখও জানা যায়নি।
পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে এরমধ্যে এখন এ হামলার ঘটনা ঘটল। চলমান বিক্ষোভে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, দেশটিতে সর্বশেষ ২০০৮ সালে একটি মসজিদে বসানো বোমায় ১৪ জন নিহত হয়েছিল।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ অক্টোবর ২০২২