আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছে খুলনার সমাবেশ
ঢাকা, ২৬ অক্টোবর – খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে দলটি। গত ২৪ অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশ সফল করায় নেতাকর্মীদেন অভিনন্দনও জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্ব চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সিত্রাং নামক ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ জনের প্রাণহানী ও অসংখ্য বাড়ি-ঘর ধ্বংস, মৎস্য খামার ও ফসল বিনষ্ঠ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারদের যথাযথ ক্ষতিপূরণের দাবী জানানো হয়। দলের সকল স্তরের নেতা-কর্মীদের দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
চলমান আন্দোলনের অংশ হিসাবে ২২ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত সমাবেশের বিষয়ে আলোচনা হয়। সভায় আওয়ামী সন্ত্রাসীদের পদে পদে বাধা, হামলা, পুলিশের গ্রেপ্তারকে উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য খুলনা বিভাগের বীর জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ২দিন পূর্বে সরকারী যোগসাজসে স্থলপথ ও জলপথ পরিবহণ ধর্মঘট আহ্বানের তীব্র নিন্দা জানানো হয়। কোনও বাস, ট্রাক, থ্রি হুইলার, লঞ্চ, নৌকা চলাচল করতে না দেওয়ার পরেও কর্মসূচীর আগের রাতেই সভাস্থলে সাহসী জনগণের অবস্থান এবং পরের দিন জনতার ঢলে পুরো খুলনা শহরে জনতার উত্তাল তরঙ্গ সৃষ্টির জন্য খুলনা মহানগরসহ সকল জেলা, পৌরসভায় দলের এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্র্মীদের ও জনসাধারণকে অভিনন্দন জানানো হয়।
খুলনার সমাবেশ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হয় সভায়। সভায় সংবিধান সম্মত সমাবেশে সন্ত্রাসী হামলা, পূর্বের দিন এবং সমাবেশের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীদের সমাবেশ পন্ড করার হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি’র নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
আগামী সমাবেশ গুলোকে সফল করার লক্ষে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ অক্টোবর ২০২২