ক্রিকেট

২০ ওভার খেলতে পারলো না আয়ারল্যান্ড, ইংল্যান্ডের টার্গেট ১৫৮

মেলবোর্ন, ২৬ অক্টোবর – মেলবোর্নের আকাশে সকাল থেকেই ছিল কালো। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দলের অধিনায়করা এ কারণে টসকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। কারণ, বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে সুবিধাজনক।

টস জিতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ক্রিজে নেমে ১.৩ ওভার ব্যাট করার পরই নামে বৃষ্টি। যার ফলে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বন্ধ হয়ে আবারও বৃষ্টি নামার ফলে খেলা শুরু করতে বিলম্ব হয়।

বৃষ্টি বাধার পর খেলা শুরু হয়। মাঠে ব্যাট হাতে লড়াই করে আয়ারল্যান্ড। ১৫৭ রানে অল আউট হয় তারা।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৬ অক্টোবর ২০২২

Back to top button