সংসদের বিরোধী দলীয় নেতা হচ্ছেন জিএম কাদের
ঢাকা, ২৬ অক্টোবর – গত ৩ সেপ্টেম্বর সংসদে বিরোধীদলীয় নেতা নির্ধারণে স্পিকারের কাছে চিঠি দিয়েছিল জাতীয় পার্টি। চিঠিতে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব করা হয়। প্রায় দুই মাসের মাথায় এসে স্পিকারের অফিস থেকে সাড়া দেওয়া হয়েছে। জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতাকে স্পিকারের কার্যালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জিএম কাদেরই হচ্ছেন পরবর্তী বিরোধীদলীয় নেতা।
বুধবার (২৬ অক্টোবর) রাতে এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দল থেকে প্রস্তাব পাঠানো হয়েছে সেপ্টেম্বরে। স্পিকার অনেকদিন দেশের বাইরে ছিলেন। তিনি এখন কোভিডে আক্রান্ত। যখন অফিস শুরু করবেন, তখন তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।’
জাতীয় পার্টির প্রেসিডিয়ামের একজন প্রভাবশালী সদস্য জানান, জাতীয় পার্টির একজন নেতার মাধ্যমে স্পিকারের অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, যে জিএম কাদেরই বসছেন বিরোধীদলীয় নেতার আসনে। রওশন এরশাদের পর এখন সংসদের বিরোধী দলের নেতা হচ্ছেন জিএম কাদের।
বুধবার (২৬ অক্টোবর) মধ্যরাতে জাতীয় পার্টির উচ্চপর্যায়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানান, জিএম কাদেরই হচ্ছেন পরবর্তী অপজিশন লিডার।
জাপার একজন উচ্চপর্যায়ের নেতা বলেন, ‘আমাদের দলের একজনকে জানানো হয়েছে জাপার চিঠির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছেন স্পিকার।’
এদিকে রওশন এরশাদের প্রেস উইং থেকে জানানো হয়েছে, ২৯ অক্টোবর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের দেশে ফেরার তারিখ রয়েছে, তবে চূড়ান্তভাবে হয়নি।
প্রেস উইংয়ের একজন সদস্য বুধবার মধ্যরাতে জানিয়েছেন, বুধবার সকাল ১১ টার দিকে একটা সিদ্ধান্ত আসবে। মসিউর রহমান রাঙা, গোলাম মসীহ,এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৬ অক্টোবর ২০২২