জানা-অজানা

যখন ১২০ জন ভারতীয় সেনা গুড়িয়ে দিয়েছিল এক হাজার চীনের সেনাকে

রেজাং লা এর যুদ্ধ, ভারতীয় ও চীনের সেনাদের মধ্যে হয়েছিল ১৯৬২ সালে বরফাবৃত দক্ষিণাঞ্চলের চুসাল উপত্যকার পাশে। এটি ভারতীয় সেনাদের শক্তিমত্তার নিদর্শন হিসেবে পরিচিত।

১৮ নভেম্বর ১৯৬২ সালে তীব্র শীতে ভারতীয় সেনারা অপ্রস্তুত থাকা অবস্থায় তৎকালীন আধুনিক অস্ত্রসস্ত্র নিয়ে উপত্যকার কাছে হামলা চালিয়েছিল চীনের সেনারা। তবে ভারতের চার্লি কোম্পানির ১৩ কুমোন রেজিমেন্ট তাদের শক্তি প্রদর্শন করে এবং শেষ সেনা পর্যন্ত লড়াই করে।

সেই ১২০ জন সেনার মধ্যে ১১৪ জন সেনাই মারা যায়। তবে তার আগে শত্রুপক্ষের (চীনের) এক হাজার সেনাকে খতম করতে সমর্থ হয় তারা।

আইএ/ ২৫ অক্টোবর ২০২২

আরও পড়ুন ::

Back to top button