ইউক্রেন নিয়ে ‘দ্রুত সিদ্ধান্ত’ নিতে হবে: পুতিন
মস্কো, ২৫ অক্টোবর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দিকে জোরদার দিয়েছেন।
মঙ্গলবার সমন্বয় কাউন্সিলের উদ্দেশ্যে এমন কথা বলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের চারটি অঞ্চলে মার্শাল ল জারির পর এ সমন্বয় কাউন্সিল গঠন করেন পুতিন। সরকারি ও আঞ্চলিক নেতাদের নিয়ে কাউন্সিলটি গঠন করা হয়।
পুতিন বলেছেন, রুশ সেনাদের জন্য আরও অস্ত্র, উন্নত চিকিৎসা সামগ্রী ও লজিস্টিক সহায়তা বৃদ্ধির জন্য সরকারি প্রতিষ্ঠান ও অঞ্চলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
টিভিতে প্রচারিত বক্তব্যে পুতিন বলেছেন, প্রশাসনিক কার্যক্রম উন্নত করতে যেসব কার্যক্রম প্রয়োজন সে ইস্যু নিয়ে আমি আপনাদের অনেকের সঙ্গে আলোচনা করেছি।
তিনি আরও বলেছেন, সকল বিভাগ: বাণিজ্যিক ব্লক, নিরাপত্তা ব্লক এবং অঞ্চলগুলোর মধ্যে ব্যাপক সহযোগিতামূলক সম্পর্ক ছাড়া প্রশাসনিক সংস্কার সম্ভব না।
সূত্র: যুগান্তর
আইএ/ ২৫ অক্টোবর ২০২২