জাতীয়
ভোগ্যপণ্য আমদানি-রফতানিকারকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২৫ অক্টোবর – ভোগ্যপণ্য আমদানি ও রফতানিকারকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় বাড়ায় ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্বব্যাপী। এতে দেশের বাজারেও আমদানিনির্ভর ভোগ্যপণ্যের দাম বাড়ছে ক্রমান্বয়ে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করার পরেও বাজারে সুফল পড়ছে না। যার ভুক্তভোগী সাধারণ জনগণ।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৫ অক্টোবর ২০২২