ইউরোপ

১০ নং ডাউনিং স্ট্রিটে সুনাক: প্রথম ভাষণে যা বললেন

লন্ডন, ২৫ অক্টোবর – প্রধানমন্ত্রী হয়েই ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন ঋষি সুনাক। দায়িত্ব নিয়েই তিনি বলেছে, ‘সবাই মিলে আমরা অবিশ্বাস্য কিছু অর্জন করবো।’

সুনাক দেশ চালানোর জন্য তৈরি জানিয়ে বলেছেন, রাজনীতির বাইরে গিয়েও তিনি মানুষের ভবিষ্যত ও প্রয়োজন মেটাতে কার্যকর ব্যবস্থা নেবেন।

অর্থনৈতিক সঙ্কটে থাকা ব্রিটেনকে তিনি পথ দেখাবেন বলেও ঘোষণা দিয়েছেন সুনাক। তিনি বলেন, ‘আমি অর্থনৈতিক স্থিতিশীলতা আনবো এবং এটাই হবে আমার সরকারের এজেন্ডার হৃদপিণ্ড। তার মানে হচ্ছে কঠিন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।’

সদ্য সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন সুনাক। তার মতে, ‘তিনি আসলে ভুল করেননি, তিনিও দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। এটা ছিল মহৎ উদ্দেশ্য। আমি তার অক্লান্ত পরিবর্তন ইচ্ছাকে সম্মান করি।’

সুনাক আরও বলেন, ‘তবে কিছু ভুল হয়েছিল। কিন্তু সেটা অনিচ্ছাকৃত, এখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’

ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/২৫ অক্টোবর ২০২২

Back to top button