কক্সবাজার

ঘূর্ণিঝড় সিত্রাং: মেরিন ড্রাইভের দুই অংশে ভাঙ্গন

কক্সবাজার, ২৫ অক্টোবর – ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্রে জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফে দুই অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এরফান হক চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

ইউএনও বলেন, সিত্রাংয়ের কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল। এতে সোমবার (২৪ অক্টোবর) রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়ায় শ্মশান এলাকায় মেরিন ড্রাইভের দুটি অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। সড়কের ৬-৭ হাত করে ভেঙে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

jagonews24

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চিংড়ি ঘেরের অনেক বাঁধ ভেঙে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৫ অক্টোবর ২০২২

Back to top button