ব্যবসা

ডলার বন্ড কিনতে জাতীয় পরিচয়পত্র লাগবে না

ঢাকা, ২৫ অক্টোবর – বাজারে চালু দুই ধরনের ডলার বন্ড কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হবে না। জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট নাম্বার দিয়েও বিনিয়োগকারীকে শনাক্ত করা যাবে। ফলে জাতীয় পরিচয়পত্র না থাকলেও পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে বিনিয়োগকারীরা এখন থেকে বাজারে চালু ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড কিনতে পারবেন। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার বন্ড বিক্রি করা হয়।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর অর্থমন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ওই দুই ধরনের বন্ড কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়া বিধান বাধ্যতামূলক করা হয়। এর আলোকে বাংলাদেশ ব্যাংক গত বছরের ২৩ নভেম্বর অপর এক সার্কুলারের মাধ্যমে বিষয়টি ব্যাংকগুলোকে জানিয়ে দেয়।

সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে অনেক প্রবাসী বা বিদেশিরা এ বন্ডে বিনিয়োগ করতে পারছিলেন না। এদিকে দেশে রিজার্ভের সংকটের কারণে বৈদেশিক মুদ্রার জোগান বাড়াতে এসব বন্ডে বিনিয়োগ নীতিমালা ইতোমধ্যেই কিছুটা শিথিল করা হয়েছে। এর অংশ হিসাবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিধানও প্রত্যাহার করা হয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৫ অক্টোবর ২০২২

Back to top button