জাতীয়

স্বাভাবিক হলো ৩ বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম

ঢাকা, ২৫ অক্টোবর – ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব কমে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ তিন বিমানবন্দর হযরত শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম আজ (২৫ অক্টোবর) তারিখ দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

এর আগে, সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর সোমবার বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৫ অক্টোবর ২০২২

Back to top button