মঙ্গলবার তিন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সংলাপ
ঢাকা, ২৪ অক্টোবর – রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নেবে বিএনপি।
সোমবার (২৪ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডলের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপ শুরু হবে।
পর্যায়ক্রমে বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর নেতৃত্বে প্রতিনিধিদল এবং বিকেল ৪টায় বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে।
দলগুলোর সঙ্গে সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ২৪ অক্টোবর ২০২২