ইউরোপ
ইউক্রেন পুনর্নির্মাণ করতে এক প্রজন্ম লেগে যাবে
বার্লিন, ২৪ অক্টোবর – জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেন পুনর্নির্মাণ করতে একপ্রজন্ম লেগে যাবে। কোনো নির্দিষ্ট দেশ, দাতা (ডোনার) কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা একা এটা করতে পারবে না।
সোমবার জার্মানিতে এক ব্যবসায়ীক ফোরামে অংশ নিয়ে ওলাফ শলৎস এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ইউক্রেনের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের প্রধানের সঙ্গে জার্মান চ্যান্সেলরের ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে এক সমাবেশে উপস্থাপন করার কথা রয়েছে। তার আগের দিন ওলাফ শলৎস এই মন্তব্য করলেন।
সূত্র: বিডিপ্রতিদিন
এম ইউ/২৪ অক্টোবর ২০২২