জাতীয়

নির্বাচনে সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের শত্রু

ঢাকা, ২৪ অক্টোবর – ভবিষ্যতে সকল নির্বাচনেই সিসি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান। তিনি বলেন, ভোটের মাঠে সিসি ক্যামেরা দুষ্কৃতিকারীদের জন্য শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো, তাদের জন্য মিত্র হিসেবে কাজ করে। ভবিষ্যতে সকল নির্বাচনেই আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, ‘সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কেমন ফল পেয়েছি—তা সবাই জানেন। এটা কতটা স্বচ্ছতা এনেছে, কুমিল্লা সিটিতে সুফল পেয়েছি, জেলা পরিষদ নির্বাচনেও পেয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনগুলোতেও ব্যবহার করবো।’

যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা সিসি ক্যামেরা এভয়েড করে—জানিয়ে তিনি বলেন, কেউ কেউ মনে করেন সিসিটিভি প্রাইভেসি নষ্ট করছে। বাসার সামনে, রাস্তা-ঘাটে; সব জায়গায় ক্যামেরা বসানো। যারা দৃষ্কৃতিকারী তাদের জন্য সিসি ক্যামেরা শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো তাদের মিত্র হিসেবে কাজ করে।’

আহসান হাবিব বলেন, ভবিষ্যতে প্রতিটা নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবো। স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন ও উপ-নির্বাচন; সবগুলোতে। আমরা চাপের মধ্যে কখনও ছিলাম না। সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করছি।’

বাজেট প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, অতীতে যেমন সুফল পেয়েছি ভবিষ্যতেও পেতে চাই। আমরা এখানে পরীক্ষা দিতে আসি নাই। ভালো নির্বাচন উপহার দিতে চাই।

এক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে অনিয়মের তদন্ত করেছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। তারা কম্পাইল করছেন। অনেক বড় বিধায় তারা সময় (তিনদিন) চেয়েছে। কমিশন হয়তো সময় দেবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৪ অক্টোবর ২০২২

Back to top button