ক্রিকেট

চমক দেখাতে পারলেন না সৌম্য-শান্ত

ক্যানবেরা, ২৪ অক্টোবর – হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে আজ সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের কঠিন ব্যারিয়ার টপকে আসা নেদারল্যান্ডস।

সোমবার হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা দেখে-শুনে করলেও চমক দেখাতে পারেনি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি। ১৪ বলে ১৪ রান করে পল ফন মিকেরেনের বলে বাস ডি লিডির হতে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য। এরপর টিম প্রিঙ্গলের বলে লোগান ফন বিকের তালুবন্দী হন শান্ত। ৪টি চারে ২০ বলে ২৫ রান করেন এই টাইগার ওপেনার।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৪ অক্টোবর ২০২২

Back to top button