ঢালিউড

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন

ঢাকা, ২৪ অক্টোবর – প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সকালে পরিচালক অপূর্ব রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজিজুর রহমান বুলি উত্তরা হেলথ কেয়ার হাসপাতালে সোমবার রাত ৩টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।

পরিচালক আজিজুর রহমান সত্তরের দশকে ‘নাচের পুতুল’ (অশোক ঘোষ) প্রযোজনা করে সিনেমা অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শেষ উত্তর’ দিয়ে নির্মাণে হাতেখড়ি তার। প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে ব্যাপকখ্যাতি পান। এরপর অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দেন।

১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি।

আইএ/ ২৪ অক্টোবর ২০২২

Back to top button