বরগুনা

বরগুনায় নেই আবহাওয়া অফিস, শিগগিরই নির্মাণের দাবি

বরগুনা, ২৪ অক্টোবর – বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনা। প্রাকৃতিকভাবে দুর্যোগপ্রবণ হওয়া সত্ত্বেও বরগুনা জেলায় এখনও তৈরি হয়নি আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস। এ কারণে সঠিক সময়ে সঠিক পূর্ভাবাস না পেয়ে প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হচ্ছে এই জেলার মানুষ।

সোমবার (২৪ অক্টোবর) বরগুনা জেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক কিশোর কুমার সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় জেলা বরগুনা। প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হচ্ছে উপকূলীয় এই জেলা। বন্যায় ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত বরগুনায় এখনও নির্মাণ হয়নি আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস। ফলে বিগত দিনের ঘূর্ণিঝড় মহাসেন, আইলা ও সর্বশেষ মোড়ায় আবহাওয়া অফিসের দেওয়া তথ্যের সঙ্গে অনেক গড়মিল ছিল। এ কারণে বন্যার গতি ও স্থান পরিবর্তনের প্রভাবটা পড়েছে গোটা উপকূলীয় এলাকার জনসাধারণের ওপর। একই সঙ্গে সময়মতো পূর্ভাবাস না পেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে জেলার সাধারণ মানুষ।

বরগুনা জেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক কিশোর কুমার সরদার বলেন, বরগুনা জেলায় আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস না থাকায় স্থানীয়দের তোপের মুখে পড়তে হয়। আবহাওয়ার তথ্য ঢাকা থেকে সংগ্রহ করতে যে সময় লাগে, ততক্ষণে আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে যায়। এ কারণে বরগুনায় আবহাওয়া অফিস নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বরগুনা জেলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। এই অঞ্চলে প্রতি বছরই বন্যা বা ঘূর্ণিঝড় আঘাত হানে। এ কারণে এখানে একটি স্থানীয় আবহাওয়া অফিস স্থাপন করা প্রয়োজন। এই বিষয়টি দ্রুত সরকারের নজরে আনা হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ অক্টোবর ২০২২

Back to top button