কত সম্পদের মালিক ঋষি সুনাক?
এই মুহূর্তে ব্রিটেনে সবচেয়ে আলোচিত নাম ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদের লড়াইয়ে এগিয়ে আছেন। ইতোমধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ঋষি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকাগুলো এমনটাই বলছে।
এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে নাম লেখানোর পর ফের তার সম্পত্তির বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা গেছে, দেশটির অন্যতম ধনী ব্যক্তি হলেন এই ঋষি সুনাক।
সানডে টাইমসের ধনীদের তালিকা অনুসারে দেখা যাচ্ছে, স্ত্রী অক্ষতা মূর্তিসহ ঋষি সুনাকের মোট সম্পদের পরিমাণ ৭৩০ মিলিয়ন পাউন্ড। গত মে মাসে তিনি ব্রিটেনের ২২তম ধনীর তালিকায় ছিলেন।
এদিকে, চলতি বছরে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে ঋষি সুনাকের স্ত্রী রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও ধনী। ২০২১ সালে সানডে টাইমসের ধনীদের তালিকা অনুসারে তার স্ত্রীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ৩৫০ মিলিয়ন পাউন্ড।
ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, ৪২ বছর বয়সী অক্ষতা মূর্তি একজন ভারতীয় নাগরিক। তার বাবা নারায়ণ মূর্তির ইনফোসিস লিমিটেডের মাধ্যমে তিনি বিপুল সম্পদের অধিকারী হন।
আইএ/ ২৪ অক্টোবর ২০২২