কষ্ট দূর করার জন্য মাথা মুণ্ডন করা যাবে কি?
শারীরিক কষ্ট ও অসুস্থতায় সুন্নত ইবাদত ও আমল রয়েছে। যদি কারো মাথায় কোনো কষ্ট বা অসুস্থতা থাকে তবে তার কষ্ট দূর ও সুস্থতার জন্যও রয়েছে ইবাদত ও আমল। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। মাথার কষ্ট দূর করতে যেমন আমল আছে, তেমনি ইবাদতও রয়েছে। সে আমল ও ইবাদত কী?
হ্যাঁ, মাথার কষ্ট দূর করার জন্য মাথা মুণ্ডন করা যাবে এবং পাশাপাশি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু সুস্পষ্ট ইবাদতের কথা বলেছেন, সেগুলোও করা যাবে। হাদিসে পাকে এসেছে-
হজরত কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হুদায়বিয়ার সফরকালে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে আসলেন। আমি তখন পাতিলের নীচে আগুন দিচ্ছিলাম। আর আমার মাথা থেকে তখন উকুন ঝরছিল। তিনি বললেন, তোমার উকুনগুলো তোমাকে কি খুব কষ্ট দিচ্ছে? আমি বললাম, ‘হ্যাঁ’। তিনি বললেন, তাহলে তুমি মাথা মুড়িয়ে নাও এবং তিন দিন রোজা রাখো অথবা ছয়জন মিসকিন) কে খাদ্য দাও, কিংবা একটি কোরবানির পশু যবেহ করে নাও।’ (বুখারি ৫৭০৩)
হাদিসে থেকে বোঝা যায়, মাথার অসুস্থতায় মাথা মুণ্ডন করা যাবে। পাশাপাশি রোজা রাখা, মিসকিনকে খাদ্য দেওয়া এবং সামথ্য তাকলে কোরবানিও করা যেতে পারে। আর আল্লাহ তাআলা এসব আমল ও ইবাদতের মাধ্যমে মাথার কষ্ট দূর করে দেবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। মাথার কষ্ট দূর করায় উল্লেখিত আমল ও ইবাদতগুলো করার তাওফিক দান করুন। আমিন।
আইএ