প্রধানমন্ত্রিত্ব পেতে তুমুল চেষ্টায় বরিস জনসন
লন্ডন, ২৩ অক্টোবর – ব্রিটেনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে সম্প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন লিজ ট্রাস। এ অবস্থায় আবারো প্রধানমন্ত্রী পদে ফিরে আসতে তুমুল চেষ্টা চালাচ্ছেন বরিস জনসন। খবর রয়টার্স।
২০১৯-২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বরিনস। কেলেঙ্কারির কারণে পরে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তার একসময়ের সমর্থকরা বর্তমানে তার উত্তরাধিকার লিজ ট্রাসের পরিবর্তে প্রধানমন্ত্রীর পদের লড়াই থেকে দূরে থাকার অনুরোধ করছেন।
আগেরবার ক্ষমতায় থাকার সময় জনসন সংসদকে বিভ্রান্ত করেছিলেন কিনা সে বিষয়ে এখনো তদন্ত চলমান। অন্যদিকে তার কিছু সাবেক সমর্থকের ধারণা, আগেরবার পদে থাকার সময় যে নাটকীয়তার তৈরি হয়েছে সেটির কারণে পুনরায় প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার ক্ষেত্রে বরিস এগিয়ে থাকবেন।
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে ডানপন্থী প্রভাবশালী এক আইনপ্রণেতা বলেন, বর্তমানে বরিসের স্টাইলের সময় নেই। বিশেষায়িত ভোটদান পদ্ধতির কারণে বরিস বিপর্যয়ের শিকার হবেন বলে আমি ভীত।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর লিজ ট্রাসকে একটি নির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ার জন্য চাপ প্রয়োগ করায় দেশটিতে নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এ কারণে পণ্যের উচ্চমূল্য, বন্ধকি ঋণের সুদহার বেড়ে যাওয়াসহ জ্বালানি ও খাদ্যদ্রব্যের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব ঘটনার কারণে বর্তমানে দেশটিতে নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দিয়েছে। এদিক থেকে সাবেক অর্থমন্ত্রী সুনাক, বরিস ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডুয়ান্ট ১০০ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার জন্য লড়াই করছেন।
সূত্র: বণিক বার্তা
আইএ/ ২৩ অক্টোবর ২০২২