ক্রিকেট
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের প্রতিশোধ
মেলবোর্ন, ২৩ অক্টোবর – মুখ ভার করে থাকা মেলবোর্নের আকাশ ফিক করে হেসে বিদায় নিল। ভারত-পাকিস্তান মহারণের মঞ্চে ঝরালো না বৃষ্টি। গ্যালারিতে লাখ দর্শকের সমারোহে ম্যাচ মুহূর্তে মুহূর্তে রঙ বদলালো। দুই রকমের ব্যাটিং বিপর্যয় দেখল দু’দল। দেখল বিরাট কোহলির দৃঢ়তা। যার দুর্দান্ত ব্যাটিংয়ে এবং শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে ৪ উইকেটে হারাল ভারত।
বিশ্ব আসরে ভারতের বিপক্ষে জিততে না পারার জুজু গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে মিলিয়েছে পাকিস্তান। দশ উইকেটের ওই জয়ের পরে চলতি বছর এশিয়া কাপের সুপার ফোরে হেসেছেন বাবর আজম। যে হারের ধাক্কায় বিদায় নিতে হয় রোহিতদের। এবার বিশ্বকাপের সুপার টুয়েলভের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে প্রতিশোধ নিল ভারত।
সূত্র: সমকাল
এম ইউ/২৩ অক্টোবর ২০২২