ঢালিউড

সময়ের আগেই হয়ে গেল মাহির ‘সাধ’

ঢাকা, ২৩ অক্টোবর – মা হচ্ছেন মাহিয়া মাহি- সংবাদটি গত মাসে জানান এই চিত্রনায়িকা। এর প্রায় দেড় মাস পর এবার ‘সাধ’ খাওয়ার খবর জানান তিনি। গতকাল শনিবার রাতে মাহি তার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে সে কথা জানান। আর ক্যাপশনে লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’

ছবিগুলোতে দেখা যায়, লাল শাড়িতে মাতৃত্বের আভা মুখে স্নিগ্ধ অভিনেত্রী বসে আছেন। তার সামনে পরিবেশন করা হয়েছে ফলমূলসহ হরেক রকম খাবার। আর তাকে সেসব খাবার খাইয়ে দিচ্ছেন আত্মীয়-স্বজনরা।

এর আগে মা হতে যাওয়ার খবর জানিয়ে ফেসবুকে এই চিত্রনায়িকা লিখেছিলেন, ‘কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি।

উল্লেখ্য, বাঙালির ঐতিহ্যবাহী রীতি অনুয়ায়ী, কোনো নারীর গর্ভবস্থার সাত মাসের মাথায় এই ‘সাধ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই হয়তো অভিনেত্রী জানিয়েছেন সময়ের আগেই সাধ খেলেন তিনি।

সূত্র: আমাদের সময়
এম ই‌উ/২৩ অক্টোবর ২০২২

Back to top button