ঢাকা

ধানমন্ডির লেকপাড় থেকে মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

ঢাকা, ২৩ অক্টোবর – রাজধানীর ধানমন্ডি লেকপাড় থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রোববার (২৩ অক্টোবর) সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বসবাস করতেন।

পরিবারের বরাতে পুলিশ বলছে, রাতে লেকে হাঁটতে বের হয়েছিলেন আব্দুল বারী মজুমদার। সেসময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হতে পারে।

ধানমন্ডি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, ধানমন্ডি লেকপাড়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ অক্টোবর ২০২২

Back to top button