মধ্যপ্রাচ্য

সিরিয়ায় আবারও ইসরাইলের বিমান হামলা

দামেস্ক, ২৩ অক্টোবর – ইসরাইল আবারও সিরিয়ার রাজধানীর দামেস্কের কাছে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

তবে সিরিয়ার দাবি, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। খবর সানা ও ওয়াশিংটন পোস্টের।

সিরিয়ার গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে শুক্রবার রাতে অন্তত এক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হামলা চালায় ইসরাইল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশের সামরিক বাহিনী রাজধানীর কাছে রাত ১১টার দিকে ওই হামলা হয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, বিমান প্রতিরক্ষায় ইউনিটের বিশেষ দক্ষতায় প্রায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এ হামলায় সিরিয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৩ অক্টোবর ২০২২

Back to top button