বরগুনা

নিম্নচাপের প্রভাবে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বরগুনা, ২৩ অক্টোবর – বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নেয়ায় বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববার সকাল থেকে জেলায় বৃষ্টি হয়।

আবহাওয়া অফিসের তথ্য মতে, নিম্নচাপের প্রভাবে বরগুনা উপকূলে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

যদিও ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ার কারণে বঙ্গোপসাগর ও নদীগুলোতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই বরগুনার সব মাছ ধরার ট্রলার উপকূলের ঘাটেই আছে।

বৃষ্টিকে উপকারী হিসেবে বলছেন বরগুনার কৃষকরা। তাদের দাবি বিগত বছরগুলোর তুলনায় এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় জমিতে পানি সংকট দেখা দিয়েছে। এছাড়া অনাবৃষ্টির কারণে জমিতে পোকামাকড় বেড়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে পোকামাকড়গুলো মারা যাবে। এতে ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার কমবে।

কৃষক ওমর মৃধা বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ কম। তাই ধানক্ষেতগুলোর পানি শুকিয়ে গেছে। এখন আকাশ মেঘলা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণটা যদি একটু বাড়ে তাহলে কৃষকদের জন্য অনেক উপকার হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ অক্টোবর ২০২২

Back to top button