জাতীয়

আ.লীগের সাথে আপনারা পাত্তাও পাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ, ২২ অক্টোবর – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নির্বাচনে আসুন, নির্বাচনের মাঠে আসুন। ভোটের মাধ্যমে আসুন, দেখা যাবে কার কতো শক্তি আছে। আওয়ামী লীগের সাথে আপনারা পাত্তাও পাবেন না।’

শনিবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জায়গায় তারা গন্ডগোল সৃষ্টি করছে, আতঙ্ক সৃষ্টি করছে অর্থাৎ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেশে উন্নয়ন হবে না। দেশে অশান্তি হবে এটাই তারা চায়। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’

তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। উদাহরণস্বরূপ তারা কমিউনিটি ক্লিনিকের কাজ বন্ধ করে দিয়েছিল। সামনে নির্বাচনেও ক্ষমতায় আসলে আওয়ামী লীগের চলমান সকল উন্নয়ন বন্ধ করে দেবে।’

স্বাস্থমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, ‘আমরা যখন মানুষের জন্য বিদেশ থেকে করোনার ভ্যাকসিন আনলাম তখন বিএনপি বলেছিল গঙ্গার পানি নিয়ে আসছি। ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হয়ে যাবে। আবার তারাই প্রথম ভ্যাকসিন গ্রহণ করেছিল।’

এ সময় বক্তব্য দেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী পরে বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের মো. হারুন অর রশিদকে সভাপতি ও মো. আপেল মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২২ অক্টোবর ২০২২

Back to top button