জাতীয়

রেকর্ড ৯২২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, দুইজনের মৃত্যু

ঢাকা, ২২ অক্টোবর – দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ১৮ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৯০০ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪০৪ জনে। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এম ই‌উ/২২ অক্টোবর ২০২২

Back to top button