সচেতনতা

হেডফোন লাগিয়ে ঘুম, কানের ক্ষতি কতটা

আপনার সঙ্গী হয়তো পাশে নাক ডাকছে, তাতে ঘুমাতে অসুবিধা। আবার ঘুম আসছে না দেখে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়া। হেডফোনে গান বাজছে, আপনি ওই অবস্থায় ঘুমিয়ে পড়লেন। এ ধরনের কাজ যদি আপনি করে থাকেন তাহলে হয়তো আপনি নিজের ক্ষতি করছেন।

 

কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর আগে নিচের বিষয়গুলো জেনে নিন।
কতটা ক্ষতি হতে পারে?

আপনি যতক্ষণ না হেডফোনের আওয়াজ বা ভলিয়ম বাড়িয়ে শুনছেন, ততক্ষণ পর্যন্ত কানের ক্ষতি হবে না। অর্থাৎ খুব উচ্চ আওয়াজে গান শোনা যাবে না। সহনীয় পর্যায়ে গান শুনতে হবে। মনে রাখবেন এতটা জোরে গান শুনবেন না, যার কারণে যে শব্দগুলো আপনার শোনা উচিত সেটা শুনতে পরছেন না।

কতক্ষণ কানে লাগিয়ে রাখছেন হেডফোন সেটাও একটা বিষয়। সারা দিন শুনেছেন, রাতেও লাগিয়ে ঘুমিয়ে গেলেন। হেডফোনের যে ইয়ার বাড থাকে, তা থেকে ব্যাকটেরিয়ার জন্ম দিতে পারে। কান ভেজা থাকার কারণে ব্যাকটেরিয়া পুরো কানের ভেতর ছড়িয়ে যেতে পারে।

কানে বেশি সময় ধরে হেডফোন লাগিয়ে রাখার কারণে কানের ময়লা বের হয়ে যেতে পারে না। যেটাকে বলা হয় ইয়ার ওয়াক্স বা কানের মোম। কারণ হেডফোন পরার কারণে কানের ময়লা আরো ভেতরের দিকে চলে যায়। ফলে কানে ইনফেকশন বা কানে কম শুনতে পারেন।

এ ছাড়া জোরে গান শোনা, বেশি সময় ধরে পরে থাকা- এসব কারণে আস্তে আস্তে কম শুনতে পাবেন। এমনকি স্থায়ীভাবেও কান নষ্ট করে দিতে পারে।

আইএ

Back to top button