ময়মনসিংহ

নিয়ন্ত্রণে এসেছে ময়মনসিংহে হকার্স মার্কেটের আগুন

ময়মনসিংহ, ২২ অক্টোবর – ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকার হকার্স মার্কেটের আগুন।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। তাদের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভে সকাল ১০টার দিকে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুইটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ অক্টোবর ২০২২

Back to top button