ডেঙ্গুতে আক্রান্ত সলমন খান, ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্বে করণ জোহর
মুম্বাই, ২২ অক্টোবর – সালমান খান ছাড়া বিগ বস! এমনটা যেন ভাবতেও পারেননা এই রিয়েলিটি শো’টির দর্শকরা। তবে এবার সেই কঠিন পরিস্থিতিতেই পরতে হলো বিগ বসকে! ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। গত ৪-৫ দিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। অবশেষে এই তারকার ডেঙ্গু শনাক্ত করেছেন চিকিৎসক।
বিগ বস সঞ্চালককে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কোনোরকম শারীরিক পরিশ্রম করতেও নিষেধ করা হয়েছে তাকে। তাই বিগ বস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই তারকা।
বিগ বস সূত্র মতে, ডেঙ্গুর কারণে সালমান খান এই সপ্তাহে বিগ বস সঞ্চালনা করবেন না। তাহলে কে সামলাতে যাচ্ছেন বিগ বসের ঘর? সাম্প্রতিক প্রতিবেদনগুলো থেকে জানা যায় বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর বিগ বস সঞ্চালনা করতে যাচ্ছেন। সালমান খানের অনুরোধে তিনি বিগ বস সামলাতে রাজি হয়েছেন।
গত বছর করণ জোহর ওটিটি প্লাটফর্ম ‘ভুত’-এ আয়োজিত বিগ বসের সম্পূর্ণ সিজন সঞ্চালনা করে সবাইকে মনোরঞ্জিত করেছিলেন। এ তারকা নির্মাতার সঞ্চালনা বেশ প্রশংসিত হয়েছিল। তাই সালমান খানও তাঁর এই বন্ধুর প্রতিই ভরসা রাখতে যাচ্ছেন।
সূত্র মতে, করণ জোহর ‘বিগ বস ১৬’-এর একটি বিশেষ পর্ব শ্যুট করেছেন, কারণ সালমান খান ডেঙ্গুর কারণে আর শ্যুট করতে পারেননি। দর্শকরা শীঘ্রই সেই বিশেষ পর্বে করণকে দেখতে পাবেন।
আইএ/ ২২ অক্টোবর ২০২২