দক্ষিণ এশিয়া

ভারতের মধ্যপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৫

নয়াদিল্লী, ২২ অক্টোবর – ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষ্যে ১৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা। খবর এনডিটিভির।

দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গাগানা রাজ্যের হয়দরাবাদ থেকে উত্তপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল।

দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন এবং হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজন মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২২ অক্টোবর ২০২২

Back to top button