জাতীয়

‘আওয়ামী লীগ তাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে না’

ঢাকা, ২১ অক্টোবর – বিএনপির সমাবেশ নিয়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যকে ‘তাদের পতনের ভয়ে আর্তচিৎকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ তাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে না। তারা বিএনপির সমাবেশ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে। চট্টগ্রামের সভাবেশ নিয়ে তারা বলেছে, ‘সমাবেশে লোক হয় না, জব্বারে বলী খেলায় এর চেয়ে বেশি মানুষ হয়।’ এটা হলো আওয়ামী লীগের পতনের ভয়ে আর্তচিৎকার।’’

শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘মুক্তির পক্তিমালা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানবসেবা সংঘের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘যারা জনসভায় অংশ নিচ্ছে সবাই বিএনপির নেতাকর্মী নয়। অসংখ্য জনগণ যুক্ত হচ্ছে। যখন সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়, তখন আন্দোলন বেগবান হয়। তখন আন্দোলন বিজয় লাভ করে। এই স্রোতকে দমন করার শক্তি সরকারের নেই।’

গাড়ি বন্ধ করে বিএনপির সমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘খুলনার জনসভায় যাতে জনগণ অংশগ্রহণ করতে না পারে, সেজন্য পথে পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। গাড়ি বন্ধ করে দিয়েছে। প্রাইভেট গাড়িতে যারা যাতায়াত করছে, তাদের আটকে করে পরীক্ষা করা হচ্ছে। তাদের মোবাইল পরীক্ষা করা হচ্ছে, সেখানে বিএনপির কোনও ছবি আছে কিনা। তবু বিএনপির জনসভায় জনস্রোত হচ্ছে। গাড়ি-ঘোড়া বন্ধ করে দিয়ে জনস্রোত বন্ধ করা যাবে না।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ভেতর থেকে ভয় পেয়ে গেছে। তাদের জনসমর্থন একেবারে তলানিতে চলে গেছে। তাদের কোনও জনশক্তি নেই। তাই রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে বিরোধী কর্মসূচি পণ্ড করার চেষ্টা করছে। বাস-ট্রাকসহ সব পরিবহন বন্ধ করে অলিখিত হরতাল তারা পালন করছে।’

বিএনপির সভাবেশে জনগণের অংশগ্রহণ ঠেকানো যাচ্ছে না বলে দাবি করে তিনি বলেন, ‘মানুষ ট্রেন বোঝাই করে খুলনায় রওনা দিয়েছে। মানুষ আগের রাতে গিয়ে সভাবেশে উপস্থিত হচ্ছে। তারা যতই বেড়াজাল তৈরি করেছে, ততই বেড়াজাল ছিড়ে জনসভায় মানুষ উপচে পড়ছে।’

অনুষ্ঠানে সঞ্চয় দে রিপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২১ অক্টোবর ২০২২

Back to top button