ইউরোপমধ্যপ্রাচ্য

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় পুতিন ‌‘অনেক সফট’

আঙ্কারা, ২১ অক্টোবর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতের তুলনায় ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে ‘অনেক সফট এবং আলোচনার জন্য আরও উন্মুক্ত’ বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজারবাইজান সফর থেকে ফিরে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনা নিয়ে তিনি বলেন, আমরা আশাহীন নই।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি আশাবাদী যে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্ততার চুক্তি যা বিশ্ব বাজারে মিলিয়ন টন ইউক্রেনীয় শস্যের চালানের অনুমতি দেয় তা বাড়ানো যেতে পারে।

এরদোগান বলেন, ইউক্রেনের খাদ্য শস্যের চুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু কোনো বাধা থাকলে তা কাটিয়ে উঠতে আমাদের কোনো বাধা নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করতে চুক্তি স্বাক্ষর করে রাশিয়া-ইউক্রেন। খাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২১ অক্টোবর ২০২২

Back to top button