ঢালিউড

এবার আইনি ব্যবস্থা নিলেন শাকিব খান

ঢাকা, ২১ অক্টোবর – ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তার বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন সম্প্রতি। তার সেই ষোষণার পর তিনি এবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। শাকিবের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিমূলক কাজে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।

জানা গেছে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থানায় শাকিব খানের পক্ষ হয়ে মনিরুজ্জামানের করা সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। আজ (২১ অক্টোবর) বিকেলে গুলশান থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শাকিব খান তার ফেসবুকে জানিয়েছিলেন, ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। আর এসব ভুয়া বিষয়ের ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

এই সাধারণ ডায়েরিতে মনিরুজ্জামান উল্লেখ করেছেন, ‘শাকিব খান একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী এবং দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছেন। কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বেশ কিছু স্বার্থান্বেষীমহল ষড়যন্ত্রমূলক কাজ করে আসছে। তারা শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার ব্যক্তিজীবনের কিছু তথ্য, স্থিরচিত্র ও ভিডিও চিত্র বিকৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য সংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করছে।’

নায়ক শাকিব খানের পক্ষ থেকে এই ঘোষণার সপ্তাহখানেক পরই আইনি পদক্ষেপ নিলেন তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। জানা গেছে, ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।

এম ইউ/২১ অক্টোবর ২০২২

Back to top button