ভাড়া নিয়ে বিরোধে মাইক্রোবাস চালক খুন
কুমিল্লা, ২১ অক্টোবর – কুমিল্লা নগরীতে ভাড়া নিয়ে বিরোধের জেরে ইট দিয়ে মাথায় আঘাত করে লিটন মিয়া নামের এক মাইক্রোবাস চালককে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন কুমিল্লা নগরীর ডুমুরিয়া চান্দপুর এলাকার মৃত ছন্দু মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পলিন মিয়া নগরীর কাপ্তান বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মুহাম্মদ হানিফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার একটি অনুষ্ঠানের জন্য কিছু লোক তিনটি মাইক্রোবাস ভাড়া নিতে স্ট্যান্ডে আসে। এ সময় পলিন একটি গাড়ি নিতে চায়। কিন্তু তাতে রাজি হননি মাইক্রোবাস চালক লিটন। এ নিয়ে লিটনের সাথে পলিনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে পলিন উত্তেজিত হয়ে ইট দিয়ে লিটনের মাথায় আঘাত করে। এতে লিটন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। লিটনকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং পরে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লিটনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত পলিনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
সূত্র: সমকাল
আইএ/ ২১ অক্টোবর ২০২২