জাতীয়

সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

রংপুর, ২১ অক্টোবর – বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশে যাতে খাদ্য সমস্যা না হয় সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে। যেখানে কম করা দরকার, কাটছাট করা দরকার, প্রকল্পের কাজ পিছিয়ে দেওয়া দরকার, সেটা করা হচ্ছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। সে কারণে সমস্যা হতেই পারে। তবে আমরা প্রস্তুত আছি।’

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘ওভারঅল প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া। এটা ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পণ্যের দাম কিন্তু সেভাবে বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখবো। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বলা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে থাকার কথা ছিল তার থেকে চেয়ে বেশি বেড়েছে। এটা বৈশ্বিক সমস্যা। দাম বৃদ্ধির ফলে মানুষের একটু কষ্ট হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই অবস্থা হয়েছে। সেজন্য আমাদের ধৈর্য করতে হবে। আশা করি এই সমস্যা কেটে যাবে।’

তিনি বলেন, ‘দেশে যাতে খাদ্য সমস্যা না হয় সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে। বিভিন্ন প্রকল্পে যেখানে কম করা দরকার কাটছাট করা দরকার, প্রকল্পের কাজ পিছিয়ে দেওয়া দরকার, সেটা করা হচ্ছে। আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী নিজেও প্রস্তুত আছেন। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। সে কারণে সমস্যা হতেই পারে।

রংপুর সার্কিট হাউজে পৌঁছালে বাণিজ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২১ অক্টোবর ২০২২

Back to top button