জাতীয়

সিসিটিভি বসালেও সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না: জিএম কাদের

ঢাকা, ২০ অক্টোবর – জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ভোটকেন্দ্রে যতই সিসিটিভি বসানো হোক না কেন এ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, গাইবান্ধায় ভোটকক্ষে সিসিটিভি বসিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মূলত সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছা নেই। সরকার জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা আর পার পাবেন না। এজন্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিততে তারা মরিয়া।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সরকার সমর্থকরা জোর করে ভোটকেন্দ্র দখল করছেন। বিরোধী দলের প্রার্থীর নির্বাচনী এজেন্টদের বের করে দিচ্ছেন। জনগণকে সরাসরি ভোট দিতে দিচ্ছেন না। এটাই হলো বর্তমান বাস্তবতা।

তিনি আরও বলেন, বিএনপি যখন নির্বাচন বর্জন করলো, তখন শুধু জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিল। এমন বাস্তবতায় সরকার সমর্থকরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিততে জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি ও হয়রানি শুরু করে। এভাবে তারা ভোট ছাড়াই নির্বাচিত হতে চাচ্ছেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ২০ অক্টোবর ২০২২

Back to top button