ইউরোপ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন বরিস জনসনও

লন্ডন, ২০ অক্টোবর – ছয় সপ্তাহ আগে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ফের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারেন।বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আসন্ন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। উল্লেখ্য, কনজারভেটিভ পার্টির নেতা যিনি হবেন তিনিই হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে যুক্তরাজ্যের অনেক আইনপ্রণেতা নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছেন।

টাইমস এবং ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার লড়াইয়ে বরিস জনসন প্রস্তুতি নিচ্ছেন। জনসন মনে করছেন, ‘এটা জাতীয় স্বার্থের বিষয়।’
তবে নেতৃত্ব নির্বাচনের সঠিক নিয়ম এখনো প্রকাশ করা হয়নি। পূর্বে ‘১৯৯২ কমিটির চেয়ারম্যান’ স্যার গ্রাহাম ব্রাডি জানিয়েছেন, জনসনও ব্যাপক জনপ্রিয়দের কাতারে রয়েছেন। তবে তিনি এটাও বলেছেন যে, ‘মাত্র একজন প্রার্থী হবেন’ দলের সদস্যরা এমন বিষয়েও রাজি হতে পারেন।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ২০ অক্টোবর ২০২২

Back to top button