বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন
পঞ্চগড়, ২০ অক্টোবর – পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার বিকেলে দর্শক গ্যালারির উদ্বোধনের সময় গ্যালারি চত্ত্বরে বৃক্ষরোপণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী যৌথ রিট্রিট প্যারেডে অংশ নেয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে বন্ধুপ্রতীম ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবি ও বিএসএফ এই প্যারেড কন্টিনজেন্ট প্রদর্শন করে।
প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে ফটোশেসনে অংশ নেন। পরে বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় করে।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, বিজিবি ও বিএসএফ’র উর্ধ্বতন কর্মকতা, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ অক্টোবর ২০২২