গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর, ২০ অক্টোবর – আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে।

বেলা ১১টার দিকে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ অক্টোবর ২০২২

Back to top button