ঢাকা

মেয়র হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা, ১৯ অক্টোবর – রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও সাদাকালো প্রিন্টের ফুলহাতা শার্ট।

উদ্ধারকারী এক পথচারী জানান, যাত্রাবাড়ী মোড়ে ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ এক যুবক ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৯ অক্টোবর ২০২২

Back to top button