থ্রিডি কনটেন্টের জন্য অ্যাডবির নতুন টুল, থাকছে যত সুবিধা
নতুন ডিজাইনের সফটওয়্যার টুল উন্মোচন করেছে অ্যাডোবি। ‘থ্রিডি ক্যাপচার’ টুলটি ব্যবহার করে থ্রি ডাইমেনশনাল ডিজিটাল বস্তু তৈরি করা যাবে। যেকোনো ডিভাইস দিয়ে একটি বস্তুর কয়েকটি ছবি তুলে সেগুলোর মিশ্রণে তৈরি হবে থ্রিডি কনটেন্ট। এই থ্রিডি কনটেন্ট ভিডিও গেম ও মেটাভার্স তৈরির কাজে লাগানো যাবে।
ভিডিও গেম সফটওয়্যার নির্মাতা কম্পানি ইউনিটি সফটওয়্যার এবং মেটার্ভাস নির্মাতা কম্পানি মেটা এই টুল কাজে লাগাতে পারবে।
থ্রিডি বস্তু তৈরি করা খুবই সময় সাপেক্ষ ও পরিশ্রমের কাজে। সদ্য উন্মোচিত এই দুটি টুল থ্রিডি কনটেন্ট তৈরির কাজ অনেকটাই সহজ করে দেবে। তবে শুরুতে শুধু ই-কমার্সের জন্যই টুলটি ব্যবহার করা যাবে। দ্বিতীয় আরেকটি টুল সুযোগ দেবে হাত দিয়ে থ্রিডি কনটেন্ট তৈরি করার। ডেস্কটপ পিসি ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে নিজের হাত ব্যবহার করেই থ্রিডি অবজেক্ট এডিট করা যাবে। কাজটি করতে হবে কাদামাটির ভাস্কর্য তৈরির মতো করে।
আইএ/ ১৯ অক্টোবর ২০২২