ইউরোপমধ্যপ্রাচ্য

ড্রোন ইস্যুতে ইরানকে যে হুমকি দিল ইউক্রেন

কিয়েভ, ১৯ অক্টোবর – ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। এতে ধৈর্যচ্যুতি ঘটেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের।

সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আহ্বানের ব্যাখ্যায় বলেন, ‘ইরান-ইউক্রেন সম্পর্কের ইতিহাসে এই প্রথম আমি তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিওবার্তায় দিমিত্র কুলেবা বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন ব্যাখ্যা ও যুক্তিতর্ক শুনেছি। কিন্তু সত্য লুকানো কঠিন। সত্য সোমবার কিয়েভের বাড়িতে উড়ে এসেছে।

উল্লেখ্য, সোমবার কিয়েভে ইরানের তৈরি একাধিক ড্রোন আঘাত হানে। এতে অন্তত ৫ জন নিহত হন। তবে ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রির তথ্য বারবার অস্বীকার করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ায় অস্ত্র সরবরাহের দায়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা অন্যদের বার্তা দেবে– রাশিয়াকে কেউ সহায়তা করলে ভুগতে হবে এবং মূল্য দিতে হবে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৯ অক্টোবর ২০২২

Back to top button