জাতীয়

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ

গাজীপুর, ১৯ অক্টোবর – গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে বগিটি উদ্ধার করা হলেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

জয়দেবপুর স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, সকালে বগিটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৯ অক্টোবর ২০২২

Back to top button