ইউরোপ

এখন প্রধানমন্ত্রী পরিবর্তনের সময় নয় : ট্রাসের সমর্থনে ব্রিটিশ মন্ত্রী

লন্ডন, ১৮ অক্টোবর – যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সমর্থন করে বলেছেন, এটা নেতা পরিবর্তন করার সময় নয়।

তিনি আরো বলেন, ‘লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হওয়ার মতো দলকে ঐক্যবদ্ধ করার যোগ্য প্রার্থী হাতের কাছে আছেন, এমন কথাবার্তা অবাস্তব। ’

লিজ ট্রাস জোর দিয়ে বলছেন, তিনিই পরবর্তী সাধারণ নির্বাচনে রক্ষণশীল দলের নেতৃত্ব দেবেন। তবে সমর্থকদের অনেকে উল্টে যাওয়ায় তিনি এখন তার কর্তৃত্ব রক্ষার জন্য লড়াই করছেন।

 

প্রধান বিরোধী দল লেবার পার্টি বলছে, ট্রাসের অবস্থান যা-ই হোক, নতুন সাধারণ নির্বাচন করা দরকার।

বিবিসির রাজনৈতিক সম্পাদক ক্রিস ম্যাসনের সঙ্গে কথা বলার সময় লিজ ট্রাস বিতর্কিত মিনি-বাজেট নিয়ে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং গত মাসে যেসব কর হ্রাসের প্রস্তাব দিয়েছিলেন গতকাল সোমবার নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট তার প্রায় সবই বাতিল করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে অর্থমন্ত্রী আসন্ন মন্ত্রণালয়ের ব্যয় সংকোচনের মাত্রা নির্ধারণ করেন।

অর্থমন্ত্রী সব মন্ত্রণালয়কে সাশ্রয়ের জন্য তাগিদ দিচ্ছেন। এটি মন্ত্রিপরিষদের সদস্যদের অসন্তুষ্ট করতে পারে। কারো কারো জন্য এটি হতে পারে পদত্যাগের বিষয়ও।

প্রধানমন্ত্রী লিজ ট্রাসের আজই দলের ডানঘেঁষা এমপিদের ‘ইউরোপীয় গবেষণা গ্রুপ’-এর সঙ্গে আলোচনা করার কথা ছিল। তিনি দলকে আশ্বস্ত করার চেষ্টায় ক্যাবিনেট মন্ত্রী এবং মন্ত্রিসভার বাইরের এমপিদের সঙ্গেও বৈঠক করে আসছেন।

সূত্র: কলের কন্ঠ
আইএ/ ১৮ অক্টোবর ২০২২

Back to top button