শাহরুখ পুত্রের বিরুদ্ধে মামলা, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা অনিয়ম করেছেন
মুম্বাই, ১৮ অক্টোবর – মাদক কাণ্ডে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১ সালের ২ অক্টোবর গ্রেফতার হওয়ার পর প্রায় মাসখানেক জেল হাজতে কাটাতে হয় শাখরুখ পুত্রকে। নানা নাটকীয়তার পর এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে আরিয়ান।
এবার সেই মামলার ঘটনায় বেশ কিছু অনিয়ম খুঁজে পাওয়ার কথা জানিয়েছে এনসিবি। সংস্থাটির বিশেষ তদন্ত দলের সূত্র বলছে, মুম্বাইর প্রমোদ তরীতে অভিযান চালানো এনসিবির ৭-৮ কর্মকর্তার আচরণ ছিল সন্দেহজনক।
যথেষ্ট প্রমাণ ছাড়া আরিয়ান খানকে গ্রেফতারের ঘটনায় একটি বিশেষ তদন্ত কমিটি করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তাদের সূত্রই জানিয়েছে, তদন্তে দেখা গেছে এই মামলায় অনেক অনিয়ম ঘটেছে। তাই এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে।
এই তদন্তে ৬৫ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন তিন-চার বার তাদের বক্তব্য পাল্টেছেন।
আইএ/ ১৮ অক্টোবর ২০২২