ইউরোপ

রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩

মস্কো, ১৮ অক্টোবর – উড্ডয়নের পরপরই রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি রুশ এসইউ-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় এবং অন্তত ১৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে এবং ১৯ জন আহত হয়েছে। রাশিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্সি কুজনিয়েৎসভ এসব তথ্য জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, ইয়েস্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এসইউ-৩৪ সুপারসনিক ফাইটার-বোম্বারটি একটি আবাসিক ভবনের সামনের উঠানে বিধ্বস্ত হয়, এ সময় বিমানটিতে থাকা জেট ফুয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম পাঁচ তলার ২০০০ মিটার স্কয়ারজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন ধরে যাওয়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে ৬৪ জনকে উদ্ধার করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনটি পরীক্ষা করে দেখা হয়।

সূত্র: সমকাল
এম ইউ/১৮ অক্টোবর ২০২২

Back to top button