ক্রিকেট
সৌরভ অধ্যায়ের ইতি, ভারতীয় ক্রিকেটের নতুন প্রেসিডেন্ট বিনি
মুম্বাই, ১৮ অক্টোবর – ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী অধ্যায়ের শেষ হলো। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি। তবে সেক্রেটারি হিসেবে সেই জয় শাহই থাকছেন।
অবশ্য বিসিসিআইয়ের প্রেসিডেন্ট যে সৌরভ আর থাকছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মনোনয়ন জমা না দেওয়ায়। ফলে ১৯৮৩ বিশ্বকাপ বিনির নেতৃত্বেই বিসিসিআই চলবে।
এছাড়া বোর্ডের অন্য পদগুলোতেও রদবদল হয়েছে। এতদিন কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমাল। এবার তার জায়গা এসেছেন আশিস শেলার। ধুমালকে আইসিসি চেয়ারম্যান করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে থাকছেন রাজীব শুক্ল। দেবজিৎ শইকিয়া হলেন যুগ্মসচিব।
৬৭ বছর বয়সী বিনি ভারতীয় জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এর আগে তিনি কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন।
সূত্র: আমাদের সময়
এম ইউ/১৮ অক্টোবর ২০২২