বিএনপি দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া : কাদের
ঢাকা, ১৮ অক্টোবর – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইনব্যবস্থা নিরাপদ নয়, দলটি এদেশের রাজনীতির বিষফোঁড়া। বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের শাসন কখনো নিরাপদ ছিল না ভবিষ্যতে নিরাপদ নয়।’
শেখ রাসেল দিবস ও শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‘শেখ রাসেলকে যারা হত্যা করেছে, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত ইতিহাস তাদের ক্ষমা করবে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য। যারাই দেশের সঙ্গে জাতির পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইতিহাস তাদের ক্ষমা করেনি।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন অগ্রগতি হয়েছে তা অভাবনীয়, যা স্বাধীনতার পরে অন্য কোনো সরকার দেশের মানুষের জন্য ভাবেনি।’
এর আগে বনানী কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৮ অক্টোবর ২০২২